Video Library তে ভিডিও উপলোড করুন
থেরাপ (Therap) ব্যবহারকারী যাদের Video Upload সুপার রোল (Super Role) আছে, তারা থেরাপ Video Library তে ভিডিও আপলোড করতে পারবেন।
1. ড্যাশবোর্ড থেকে Individual ট্যাবে ক্লিক করুন।

2. Video Library সেকশনে, Video এর পাশে New লিংকে ক্লিক করুন।

3. General Information সেকশনে, Individual ফিল্ডটির পাশের ড্রপডাউন থেকে ইন্ডিভিজুয়ালের নাম নির্বাচন করুন।

4. Form Tag ফিল্ডটির পাশে ড্রপডাউন থেকে যে মডিউলে ভিডিওটি যোগ করতে চান, সেটি নির্বাচন করুন।
নোট: Form Tag এর ড্রপডাউনে কি কি মডিউল দেখা যাবে তা ব্যবহারকারীর Caseload রোলের উপর নির্ভর করবে।

5. Title ফিল্ডটি পূরণ করুন। ব্যবহারকারীরা চাইলে Description ফিল্ডটিও পূরণ করতে পারেন।

6. File সেকশনে, Video ফিল্ডের পাশে Browse বাটনে ক্লিক করুন।

7. আপনার ডিভাইস থেকে ভিডিওটি নির্বাচন করুন।

8. ভিডিওটি নির্বাচনের পর Upload বাটনে ক্লিক করুন।

9. ভিডিও টির কত শতাংশ আপলোড হলো তা একটি পপআপ উইন্ডোতে দেখা যাবে। ভিডিওটি সফলভাবে আপলোড হলে, একটি সফলবার্তা দেখা যাবে। ব্যবহারকারীরা Form লিংকে ক্লিক করে Video ফর্মে ফেরত যেতে পারবেন।


ভিডিও প্রসেস হওয়ার সময় Video ফর্মের স্ট্যাটাস ‘In Progress‘ দেখা যাবে। ভিডিওটি প্রসেস হয়ে গেলে এবং প্লেযোগ্য ফরম্যাটে দেখার জন্য প্রস্তুত হলে স্ট্যাটাসটি ‘Completed‘ এ পরিবর্তিত হবে।

