আইএসপি প্রোগ্রাম কপি করার পদ্ধতি
Therap ব্যবহারকারী যাদের ISP Program Submit রোল আছে তারা Approved ISP Program কপি করতে পারবেন।
১. Individual ট্যাব এ ISP Program এর পাশে Search লিংক এ ক্লিক করুন।
২. ISP Program Search পেজ থেকে সার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ঘরগুলো, যেমন Individual অথবা Start Date From পূরণ করুন এবং Search বাটনে ক্লিক করুন।
৩. আপনি যে ISP Program কপি করতে চান, লিস্ট থেকে সেটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত Approved ISP Program ফর্মের নীচে স্ক্রোল করুন এবং Copy বাটনে ক্লিক করুন।
৫. একটি সতর্কীকরণ বার্তা প্রদর্শিত হবে যাতে বলা হয় যে এই ISP প্রোগ্রামে করা কোনো পরিবর্তন কপি করা ISP প্রোগ্রামে পরিবর্তিত হবেনা। ISP প্রোগ্রাম কপি করতে Yes বাটনে ক্লিক করুন। ISP প্রোগ্রামে ফিরে যেতে No বাটনে ক্লিক করুন।
৬. কপি করা ISP প্রোগ্রামটির ড্রাফট পেজ দেখা যাবে। ব্যবহারকারীরা এখানে যেকোন পরিবর্তন করতে পারেন।