আইএসপি প্রোগ্রাম সার্চ করুন
যে সকল ব্যবহারকারীদের ISP Program View রোল আছে তারা ISP Program সার্চ করতে পারবেন ।
1. Individual ট্যাব এ ISP Program এর Search লিংক এ ক্লিক করুন ।

2. ISP Program Search পেজ থেকে সার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ঘরগুলো, যেমন Individual name অথবা Start Date From পূরণ করুন এবং Search বাটনে ক্লিক করুন।

Note: ব্যবহারকারীরা সর্বাধিক 13 মাসের জন্য ISP Program সার্চ করতে পারবে।
পরবর্তী পেজ এ আপনি সার্চ করা ISP Program গুলোর লিস্ট দেখতে পারবেন।

Note: ব্যবহারকারীরা Status কলাম থেকে ফর্মের স্ট্যাটাস দেখতে পারবে (যেমন Approved, Discontinued, In Prep)।

3. আপনি যে ISP Program ফর্মটি দেখতে চান সেটির উপরে ক্লিক করুন।

- In Prep ফর্মের ক্ষেত্রে, Therap ব্যবহারকারী যাদের নির্দিষ্ট/প্রয়োজনীয় রোল আছে তারা ISP Program Delete, Update এবং Approve করতে পারবে।


- Approved ফর্মের ক্ষেত্রে, Therap ব্যবহারকারী যাদের নির্দিষ্ট/প্রয়োজনীয় রোল আছে তারা ISP Program Update, Copy বা Discontinue করতে পারবে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একটি ISP Program আপডেট করার সময়, Scoring পরিবর্তন করা যাবে না এবং Task(s) শুধুমাত্র edit করা যাবে; Task(s) add বা delete করা যাবে না।

