প্রোগ্রাম আপডেট ও ডিলিট করুন
যে সকল ব্যবহারকারীদের Provider Setup রোল রয়েছে তারা প্রোগ্রাম আপডেট ও ডিলিট করতে পারবেন
১. Dashboard থেকে Admin ট্যাব এ ক্লিক করুন
২. Program এর পাশে List লিংক এ ক্লিক করুন
৩. Program List পেজ এ আপনার প্রতিষ্ঠানের প্রোগ্রামগুলো দেখাবে
প্রোগ্রাম আপডেট করা :
৪. Program List পেজ থেকে নির্দিষ্ট প্রোগ্রাম বাছাই করলে Update/Delete Program পেজ এ নিয়ে যাবে। ফর্মে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়ে গেলে Update বাটনে ক্লিক করুন
৫. Update বাটনে ক্লিক করার পর একটি সফল বার্তা দেখতে পাবেন
প্রোগ্রাম ডিলিট করা:
৬. প্রোগ্রাম ডিলিট করতে চাইলে Update/ Delete Program পেজ থেকে Delete বাটনে ক্লিক করুন ।
- একটি প্রগ্রামে শিক্ষার্থী তালিকাভুক্ত করা থাকলে সেটি ডিলিট করা যাবে না
- একটি প্রোগ্রাম একবার ডিলিট করলে সেটি “View” এবং “Search” করা যাবে না
৭. Delete বাটনে ক্লিক করার পরে একটি সতর্কবার্তা দেখতে পাবেন। প্রোগ্রামটি ডিলিট করার জন্য Yes বাটনে ক্লিক করুন।
৮. Yes বাটনে ক্লিক করার পরে একটি সফল বার্তা দেখতে পাবেন