আইএসপি প্রোগ্রাম টেমপ্লেট সার্চ করুন
যে সকল ব্যবহারকারীদের ISP Program Template View রোল আছে তারা ISP Program Template সার্চ করতে পারবেন ।
1. Individual ট্যাব এ ISP Program Template Library এর Search লিংক এ ক্লিক করুন ।
2. ISP Program Template Search পেজ থেকে সার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করুন এবং Search বাটনে ক্লিক করুন।
Note: ব্যবহারকারীরা স্ট্যাটাস টাইপের উপর ভিত্তি করে Status বারের ড্রপডাউন থেকে যেকোনো option নির্বাচন করতে পারবে।
পরবর্তী পেজ এ আপনি সার্চ করা ISP Program Template গুলোর লিস্ট দেখতে পারবেন।
Note: ব্যবহারকারীরা Status কলাম থেকে ফর্মের স্ট্যাটাস দেখতে পারবে (যেমন Approved, Draft, Discontinued)।
3. আপনি যে ISP Program Template ফর্মটি দেখতে চান সেটির উপরে ক্লিক করুন।
- Draft ফর্মের ক্ষেত্রে, Therap ব্যবহারকারী যাদের নির্দিষ্ট/প্রয়োজনীয় রোল আছে তারা ISP Program Template Delete, Copy এবং Approve করতে পারবে।
- Approved ফর্মের ক্ষেত্রে, Therap ব্যবহারকারী যাদের নির্দিষ্ট/প্রয়োজনীয় রোল আছে তারা ISP Program Template Copy অথবা Discontinue করতে পারবে।