Allergy Profile তৈরি করুন
Individual Demographic Form (IDF)-এ ব্যক্তিদের সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য রাখা হয়। Therap ব্যবহারকারীরা ICD-10 ,ICD-9 এবং SNOMED কোডগুলি ব্যবহার করে বিস্তারিত Allergy Profile তৈরি করতে পারেন।
1. ড্যাশবোর্ড থেকে Admin ট্যাবে ক্লিক করুন।
2. Allergy Profile এর পাশে List লিংকে ক্লিক করুন।
3. Individual Search পেজ থেকে যেকোনো ব্যাক্তি নির্বাচন করুন।
ব্যবহারকারীরা Individual Demographic Form (IDF) এর নিচে Allergy Profile লিঙ্কেও ক্লিক করতে পারেন।
4. Allergy Profile পেজে নতুন এলার্জি তথ্য দিতে Add Allergy Information বাটনে ক্লিক করুন।
5. Allergy Detail Information পেজে Allergy এবং Type ফিল্ডগুলো পূরণ করুন। ব্যবহারকারীরা Description, Severity, Identification Date, এবং Reaction ফিল্ডও পূরণ করতে পারেন।
Red Asterisk (*) দিয়ে চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরণীয়।
Diagnosed By ফিল্ডে ব্যবহারকারীরা Shared Contact(s) থেকে ব্যাক্তি নির্বাচন করতে পারবেন।
6. প্রয়োজনীয় ফিল্ডগুলো পূরণ করা শেষে Continue বাটনে ক্লিক করুন।
7. ব্যবহারকারীরা Comments সেক্শনে নিজেদের মন্তব্য করতে পারেন। Save বাটনে ক্লিক করুন।
8. স্ক্রিনে একটি সফলবার্তা দেখা যাবে।