Case Note সার্চ এবং এডিট করুন
Therap ব্যবহারকারী যাদের Case Note View সুপার রোল (super role) আছে তারা Case Note সার্চ করতে পারবেন।
1. Individual ট্যাবে Case Note এর পাশে Search লিংকে ক্লিক করুন।

2. Case Note Search পেজে, নির্দিষ্ট ইন্ডিভিডুয়ালের জন্য ইন্ডিভিডুয়ালের নাম বা একাধিক ইন্ডিভিডুয়ালের জন্য Service Date From এবং Service Date To ফিল্ডগুলো পূরণ করুন। নির্দিষ্ট ফিল্ডগুলো পূরণ করা হলে Search বাটনে ক্লিক করুন।

নোট: ব্যবহারকারীরা অন্যান্য অপশনাল ফিল্ডগুলো পূরণ করে সার্চ করতে পারেন।
3. Case Note Search পেজে পূর্বে পূরণ করা ফিল্ডগুলো অনুসারে ফিল্টার করা Case Note গুলো দেখা যাবে। এখন থেকে প্রয়োজনীয় Case Note খোলা যাবে।

4. Case Note Submitted পেজটি দেখা যাবে। Case Note এডিট করতে পেজটির নিচে Edit বাটনে ক্লিক করুন।
নোট: Therap ব্যবহারকারী যাদের Case Note Edit সুপার রোল (super role) আছে তারা Case Note এডিট করতে পারেন।

5. যে ফিল্ডগুলো এডিট করা প্রয়োজন তাতে ক্লিক করুন।
নোট: Service Date ফিল্ডটি সাবমিট করার পর এডিট করা যাবেনা।

6. প্রয়োজনীয় ফিল্ডগুলো পরিবর্তনের পর পেজের নিচে Update বাটনে ক্লিক করুন।

একটি সফলবার্তা দেখা যাবে।
