Contact List তৈরি করুন
অভিভাবক, বাবা-মা, আত্মীয়স্বজন থেকে শুরু করে অ্যাডভোকেট এবং নিয়োগকর্তাদের Individual এর যোগাযোগের তালিকায় যুক্ত করা যেতে পারে।
1. ড্যাশবোর্ড থেকে Admin ট্যাবে ক্লিক করুন।
2. Contact এর পাশে New লিংকে ক্লিক করুন।
3. Individual Search পেজ থেকে একজন নির্বাচন করুন।
ব্যাবহারকারীরা Individual Demographic Form (IDF) এর নিচে Contact List লিঙ্কেও ক্লিক করতে পারেন।
4. Individual Contact পেজটি দেখা যাবে। First Name, Last Name, এবং Relationship To Individual ফিল্ডগুলো পূরণ করুন। ব্যাবহারকারিকরা চাইলে Comments এবং Address ও পূরণ করতে পারেন।
Red Asterisk (*) চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে।
5. পেজের নিচে Save বাটনে ক্লিক করুন।
6. স্ক্রিনের উপর একটি সফলবার্তা দেখা যাবে।