Health Care Report

Therap সিস্টেমে ব্যবহারকারীরা নিজেদের নির্বাচিত সময়সীমার মধ্যে Individual এর Submitted ডেটা থেকে সারসংক্ষেপসহ Health Care Report তৈরি করতে পারবেন।

Health Care Report তৈরি করতে Therap ব্যাবহারকারীদের Health Care Report রোল (Role) থাকতে হবে। উপযুক্ত রোল (Role) এবং কেসলোড (Caseload) সহ ব্যবহারকারীরা মন্তব্য যোগ করতে এবং জেনারেট করা রিপোর্ট সংরক্ষণ করতে পারেন।

১. Health ট্যাবে Health Care Report অপশনটির পাশে New লিঙ্কে ক্লিক করুন।

ISP program on therap dashboard

২. ড্রপ ডাউন থেকে Individual এর নাম নির্বাচন করুন এবং আপনি যে তারিখের জন্য প্রতিবেদন তৈরি করতে চান তা নির্দিষ্ট করুন৷ আপনি যে সকল ক্যাটেগরির তথ্য নিয়ে রিপোর্ট তৈরি করতে চান তার পাশের চেকবক্সগুলি নির্বাচন করুন এবং Generate বাটনে ক্লিক করুন।

select program from isp program list

দ্রষ্টব্য: Health Care Report তৈরির জন্য প্রযোজ্য সময়সীমা 13 মাস বা তার কম।

৩. জেনারেট করা Health Care Report টিতে নির্দিষ্ট তারিখ সীমার মধ্যে Individual এর জন্য দেয়া তথ্য সমূহ থাকবে। Report Name ফিল্ডটি পূরণ করুন। ফর্মটি সংরক্ষণ করতে Save বাটনে ক্লিক করুন। রিপোর্টটি সংরক্ষণ করতে না চাইলে Close Without Saving বাটনে ক্লিক করুন।

ফর্মের নীচে Display PDF লিঙ্কে ক্লিক করে রিপোর্টের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

select program from isp program list

 Share on WhatsApp