Health Tracking Report
Therap এর Health Tracking Report মডিউলের সাহায্যে ব্যবহারকারীরা নির্বাচিত সময়ের জন্য Individual এর রিপোর্ট তৈরি করতে পারবেন। রিপোর্টটিতে নির্বাচিত তারিখ সীমার মধ্যে Individual এর জন্য দেয়া স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত ডেটা থাকবে।
ব্যবহারকারীরা দুই ধরনের Health Tracking Report তৈরি করতে পারবেন:
Monthly
Monthly রিপোর্টে উচ্চ ও নিম্ন Vital Signs সহ Height/Weight, Blood Glucose, Medications, Seizures, Wounds, Menses, Intake/Elimination এবং Respiratory Treatment এর সংখ্যা উল্লেখ থাকবে। প্রতিটি সংখ্যা তার এন্ট্রিগুলির তালিকার সাথে যুক্ত থাকবে।
১. Health ট্যাবে Health Tracking Reports এর পাশে Monthly লিঙ্কে ক্লিক করুন।

- ব্যবহারকারীরা Individual Home Page ট্যাবে Individual এর নাম সার্চ করে, Module সেকশনে Health Tracking এর নিচে Health Tracking Reports এর ড্রপডাউন থেকে Monthly লিংকেও ক্লিক করতে পারেন।

২. Health Tracking Monthly Report Page এ, Individual এর নাম নির্বাচন করুন এবং প্রয়োজন অনুসারে তারিখ সীমা নির্বাচন করুন। রিপোর্ট তৈরি করতে Generate বাটনে ক্লিক করুন।

- Health Tracking Monthly Report Page টি দেখা যাবে। ব্যবহারকারীরা রিপোর্টার নাম এবং নির্বাচিত মাসের গণনাসমূহ (counts) দেখতে পাবেন।
- ব্যবহারকারীরা মাসিক Health Tracking Report কে PDF বা Excel ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

৩. গণনায় (count) ক্লিক করলে, একটি ভিন্ন উইন্ডোতে বিস্তারিত দেখা যাবে।

৪. ব্যবহারকারীরা Form ID তে ক্লিক করে অনুমোদিত (Approved) ফর্মটি দেখতে পারবেন।

Detailed
Detailed Health Tracking Report ব্যবহারকারীদের যে কোনো নির্বাচিত ফর্মের বিস্তারিত দেখতে সাহায্য করে।
১. Health ট্যাবে Health Tracking Reports এর পাশে Detailed লিঙ্কে ক্লিক করুন।

- ব্যবহারকারীরা Individual Home Page ট্যাবে Individual এর নাম সার্চ করে, Module সেকশনে Health Tracking এর নিচে Health Tracking Reports এর ড্রপডাউন থেকে Detailed লিংকেও ক্লিক করতে পারেন।

২. Individual এর নাম এবং প্রয়োজন অনুসারে তারিখসীমা নির্বাচন করুন। ব্যাবহারকারীরা Select Form Type(s) ফিল্ডে ড্রপডাউন থেকে ফর্ম টাইপও নির্বাচন করতে পারবেন। রিপোর্ট তৈরি করতে Generate বাটনে ক্লিক করুন।

- Health Tracking Detailed Report এর জন্য রিপোর্ট তৈরির তারিখসীমা 13 মাস বা তার কম।
৩. Health Tracking মডিউলের সকল ফর্মের বিস্তারিত বিবরণ, বা ড্রপডাউন থেকে নির্বাচিত নির্দিষ্ট ফর্মের জন্য, ‘Health Tracking Detailed Report‘ পেজটি দেখানো হবে। ব্যবহারকারীরা Printables and Exports লিঙ্কের মাধ্যমে একটি PDF বা Excel ফরমেটে রিপোর্টটি ডাউনলোড করতে পারবেন।

৪. ফর্মটি খুলতে, লিস্ট থেকে একটি সারি নির্বাচন করুন৷
