Individual Home Page এ ভিডিও অ্যাড করুন
Therap ব্যবহারকারী যাদের Video Upload রোল (role) আছে তারা Individual Home Page এ নতুন ভিডিও অ্যাড করতে পারবেন।
1. Dashboard থেকে Individual ট্যাব এ ক্লিক করুন।

2. Video Library সেকশনের নিচে, Video অপশনের পাশে New লিঙ্কে ক্লিক করুন।

3. Video New পেজে, Individual ফিল্ডের পাশে ড্রপডাউন থেকে ইন্ডিভিজ্যুয়ালের নাম সিলেক্ট করুন।

4. Form Tag ফিল্ডের পাশে ড্রপডাউন থেকে Individual Home Page সিলেক্ট করুন।

5. Title ফিল্ডে ভিডিওটির টাইটেল লিখুন। ব্যবহারকারীরা চাইলে Description ফিল্ডও লিখতে পারেন।

6. File সেকশনের নিচে, Video ফিল্ডের পাশে Browse বাটনে ক্লিক করুন।

7. আপনার ডিভাইস থেকে ভিডিওটি সিলেক্ট করুন এবং Open বাটনে ক্লিক করুন।

8. পেজের নিচে Upload বাটনে ক্লিক করুন।

9. একটি আপলোড পপআপ উইন্ডো ডিসপ্লেয়েড হবে, যা ভিডিওটির আপলোডের পার্সেন্টেজ দেখাবে। সফলভাবে আপলোড হলে, একটি কনফার্মেশন মেসেজ দেখাবে, যে ভিডিওটি সফলভাবে আপলোড হয়েছে। আপনি ভিডিও ফর্মে ফিরে যাওয়ার জন্য Form লিঙ্কে ক্লিক করুন।

10. ভিডিওটি আপলোড হয়ে গেলে, Dashboard থেকে Individual Home Page ট্যাব এ ক্লিক করুন।

12. Recently Accessed Individuals থেকে Individual সিলেক্ট করুন। ব্যবহারকারীরা ইন্ডিভিজ্যুয়ালের নাম লিখে Advanced Search ফিল্ড থেকে সার্চ করতে পারেন।

13. ইন্ডিভিজ্যুয়ালের নির্ধারিত হোম পেজ থেকে About Me বাটনে ক্লিক করুন।

13. ইন্ডিভিজ্যুয়ালের জন্য আপলোড করা ভিডিওগুলি Videos সেকশনে দেখানো হবে। আপনি ফর্মটি ভিউ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
