ISP Data সার্চ করুন
যে সকল ব্যবহারকারীদের ISP Data View রোল আছে তারা ISP Data দেখতে এবং সার্চ করতে পারবে।
1. Individual ট্যাবের ISP Data অপশনের পাশে Search লিঙ্কে ক্লিক করুন।

2. ISP Data Search পেজ থেকে সার্চ দেওয়ার জন্য প্রয়োজনীয় ঘরগুলো, যেমন Individual name, Program (Site) অথবা Data Collection Date From এবং To ফিল্ডগুলো পূরণ করুন এবং Search বাটনে ক্লিক করুন।
ব্যবহারকারীরা Program (Site) ফিল্ডের ক্ষেত্রে একবারে সর্বাধিক 5টি প্রোগ্রাম নির্বাচন করতে পারবে। Data Collection Date From একটি প্রয়োজনীয় ফিল্ড। ব্যবহারকারীরা Data Collection Date From ফিল্ডে কবে থেকে সাবমিট করা ISP Data দেখতে চাচ্ছেন সেই তারিখটি নির্বাচন করতে পারবেন।

Note: ব্যবহারকারীরা সর্বাধিক 13 মাসের তারিখ পরিসীমায় ISP Data একসাথে সার্চ করতে পারবে।
পরবর্তী পেজে ব্যবহারকারীরা সার্চ করা ISP Data গুলোর লিস্ট দেখতে পারবে।

3. ISP Data Search রেসাল্ট পেজে, আপনি যে ISP Data দেখতে চান সে row এর উপরে ক্লিক করুন।

4. ISP Data Collection ফর্মে, Therap ব্যবহারকারী যাদের ISP Data Update রোল আছে তারা ফর্মটির নিচে Update বাটনে ক্লিক করে ফর্মটি আপডেট করতে পারবে।
