ISP Report তৈরি করুন – Data Collection Monthly
ISP data তে অন্তর্ভুক্ত তথ্যসমূহ এর ভিত্তিতে Individual দের অগ্রগতি ট্র্যাক করতে ISP Reports তৈরি করা হয়।
Therap ব্যবহারকারী যাদের ISP Report রোল (Role) আছে তারা ISP Program এর উপর ভিত্তি করে Individual দের রিপোর্ট তৈরী করতে পারবেন। অনুমোদিত Approved এবং স্থগিত Discontinued ISP Program এর উপর রিপোর্ট তৈরি করা যাবে।
১. Individual ট্যাব থেকে, ISP Data এর পাশে Report লিঙ্কে ক্লিক করুন।
২. Select Program for ISP Program পেজ থেকে নির্দিষ্ট Program টি নির্বাচন করুন।
৩. Individual List for ISP Program পেজ থেকে নির্দিষ্ট Individual এর নাম নির্বাচন করুন।
৪. ISP Program এর নাম নির্বাচন করুন এবং Next বাটনে ক্লিক করুন।
চার ধরণের রিপোর্ট জেনারেট করা যাবে। এগুলো হলো : Programmatic Report, Clinician Report, Data Collection Monthly Report, এবং Hab Documentation Record।
৫. Report Criteria পেজটিতে Report Type হিসাবে Data Collection Monthly নির্বাচন করুন এবং ড্রপ-ডাউন থেকে নির্দিষ্ট Month এবং Year নির্বাচন করুন। রিপোর্ট তৈরি করতে Generate বাটনে ক্লিক করুন।
৬. Data Collection Monthly Report, ISP Program গুলোর জন্য নির্বাচিত মাসের প্রতি দিনের সংগৃহীত ডেটা রেকর্ড করে। প্রতিটি টাস্কের ঐদিনের প্রথম স্কোর এই রিপোর্ট এ দেখা যাবে। Report Description ফিল্ডটি পূরণ করুন এবং রিপোর্টটি সংরক্ষণ করতে Save বাটনে ক্লিক করুন।
- Programmatic Report সম্পর্কে জানতে ক্লিক করুন।
- Clinician Report রেকর্ড সম্পর্কে জানতে ক্লিক করুন।
- Hab Documentation Record সম্পর্কে জানতে ক্লিক করুন।