ISP Template কে ISP Program এ প্রয়োগ
Therap ব্যবহারকারী যাদের ISP Program Submit রোল (Role) আছে তারা অ্যাপ্রুভড ISP Program Template দেখতে এবং ব্যক্তিদের উপর প্রয়োগ (apply) করতে পারবেন ।
১. Dashboard থেকে Individual ট্যাবে ক্লিক করুন ।
২. ISP Program Library এর পাশে Approved লিঙ্কে ক্লিক করুন।
৩. Approved ISP Program Template List থেকে ISP Template টি নির্বাচন করুন।
ISP Template ফর্মটি প্রদর্শিত হবে।
৪. ফর্মের নিচে Apply to Individual বাটনে ক্লিক করুন ।
৫. যে Individual উপর ISP Template টি প্রয়োগ করা হবেসে যে Program এ Enrolled আছে সেটি নির্বাচন করুন।
৬. লিস্ট থেকে Individual এর নাম নির্বাচন করুন।
৭. Individual নির্বাচনের পর, ISP Program ফরমটি প্রদর্শিত হবে। Program Name এবং Program Creation Date ফিল্ড সমূহ পূরণ করুন। আপনি চাইলে End Date এবং Target Completion Date ও পূরণ করতে পারেন। মনে রাখতে হবে যে, End Date এর পর এই ISP Program কোনো ডেটা প্রবেশ করানো যাবেনা।
৮. প্রয়োজন হলে আপনি Change Scoring Method বাটনে ক্লিক করে স্কোরিং পদ্ধতিটি পরিবর্তন করতে পারবেন।
৯. আপনি Edit বাটনে ক্লিক করে Tasks এড বা রিমুভ করতে পারবেন৷ এছাড়াও আপনি Add বাটনে ক্লিক করে Tasks যোগ করতে পারেন।
- ISP Program টি নিয়ে যদি আরো কাজ করতে চান তাহলে Save বাটনের ক্লিক করুন।
- যদি সব প্রয়োজনীয় ফিল্ড পূরণ করা হয় এবং আপনি এটি পর্যালোচনা এবং অনুমোদনের জন্য প্রস্তুত হন তবে Submit বাটনে ক্লিক করুন।
- যদি আপনি Admin হন এবং ISP Program এর ফিল্ড সমূহপ্রয়োজন অনুযায়ী পূরণ করা থাকে, তাহলে Approve বাটনে ক্লিক করুন।
বি.দ্র. যাদের ISP Program Approve রোল আছে, শুধুমাত্র তারাই ISP Program অনুমোদন করতে পারবেন।
১০. Save বা Submit এ ক্লিক করার পর একটি সতর্ক বার্তা দেখা যাবে। আপনি যদি ISP Program অনুমোদন করেন, একটি নোট দেখা যাবে। Yes বাটনে ক্লিক করুন।
১১. Yes বাটনে ক্লিক করার পরে একটি সফল বার্তা দেখা যাবে।