Seizures বা খিঁচুনি সংক্রান্ত তথ্য সংগ্রহ
Seizure মডিউলটির মাধ্যমে ব্যবহারকারীগণ খুব সহজেই কোন খিঁচুনি আক্রান্ত বাচ্চার তথ্য সংগ্রহ করতে পারবে। এই মডিউলটি ব্যবহার করার জন্য Therap ব্যাবহারকারীদের HT Submit রোল থাকতে হবে।
১. Health ট্যাব থেকে Seizure অপশন এর পাশে New লিঙ্কটিতে ক্লিক করুন

২. Select Program For Seizures পেজটি থেকে প্রোগ্রাম বা শ্রেণীটি নির্বাচন করুন

৩. Select Individual For Seizures পেজ থেকে নির্দিষ্ট শিক্ষার্থীকে নির্বাচন করুন

৪. General Information সেকশনটিতে,
-
- Reported by: যদি কোন User অন্য ইউজার এর হয়ে তথ্য দেয় তাহলে ওই ইউজার এর নাম এই ঘরটি থেকে নির্বাচন করতে হবে
- Date: এই ঘরটিতে User calendar icon এ ক্লিক করে নির্দিষ্ট date নির্বাচন করতে পারবে
- Notification Level: Individual এর জন্য যেই তথ্য গুলো দেওয়া হচ্ছে তার প্রয়োজনীয়তার মাত্রা অনুযায়ী Notification Level ঘরটি নির্বাচন করতে হবে

৫. Seizure Information এই সেকশন থেকে Seizure সংঘটিত হওয়ার সময়কালীন যাবতীয় বিস্তারিত সংগ্রহ করা যায়।
এই সেক্শনটিতে, Seizure Occurred এই ঘরটিতে Yes কিংবা No যেকোনো একটি নির্বাচন করতে হবে। Seizure সংঘটিত হওয়ার সময় individual এর Location কোথায় ছিল, Begin Time বা কোন সময় থেকে Seizure সংঘটিত হয়েছিল, Seizure Duration বা Seizure কতক্ষন ধরে সংঘটিত হয়েছিল ইত্যাদি তথ্য দেওয়া যাবে।

এছাড়াও Description, Behavior After Seizure, Staff Action ঘরগুলো থেকে Add লিঙ্কে ক্লিক করে এবং Precipitating Factors এবং Resulting Injuries ঘরগুলোতে Seizure এর বিস্তারিত আরও তথ্য দেওয়া যাবে


৬. প্রয়োজনমত সব তথ্য দেওয়া হয়ে গেলে Submit বাটনটিতে ক্লিক করুন

পরবর্তীতে একটি Successfully Submitted message দেখতে পাবেন।
