Therap-এ লগইন করুন

1. Therap Global এর ওয়েবসাইট www.therapglobal.net এ প্রবেশ করুন এবং পেজের উপরের ডান দিকে থাকা Login লিংকে ক্লিক করুন।  

নোট: আপনার ডিভাইসের উপর নির্ভর করে, Login বাটনটি উপরের ডানদিকে নাও থাকতে পারে। যদি এটি উপরের ডানদিকে না থাকে, তাহলে স্ক্রিনের উপরেরদিকে সন্ধান করুন৷

2. লিংকটি Therap Login পেজ এ নিয়ে যাবে। লগইন পেজে Login Name এবং এজেন্সির Provider Code পূরণ করে Continue বাটনে ক্লিক করুন । Provider Code টি অবশ্যই বড় হাতের অক্ষরের হতে হবে এবং দেশের কোডের আগে ড্যাশ (-) যোগ করতে হবে। 

নোট: লগইন সম্পর্কিত তথ্য আপনার এডমিনিস্ট্রেটর (Administrator) আপনাকে সরবরাহ করবেন। লগইন করতে ব্যর্থ হলে এজেন্সির সুপারভাইজার বা এডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।  

3. পরবর্তী পেজে আপনার Password টি পূরণ করুন।  আপনার লগইন তথ্য যথাযথভাবে পূরণ করা হলে, Login বাটনে ক্লিক করুন। 

নোট: নতুন ব্যবহারকারীরা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য একটি বার্তা পাবেন। Change Password পেজে, Current Password(যেটি লগইন করতে ব্যবহৃত হয়েছিল) প্রবেশ করান। তারপর New Password তৈরি করুন (এই নতুন পাসওয়ার্ডটি কমপক্ষে ৮ ক্যারেক্টার এর হতে হবে) এবং Confirm New Password ফিল্ডে পুনরায় টাইপ করুন। নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করতে Change Password বাটনে ক্লিক করুন।

4. লগইন সফল হলে, Therap ড্যাশবোর্ড দেখা যাবে।

5. লগইন সফল না হলে, আপনাকে এই Login Failed বার্তাটি দেখতে পাবেন। 

6. লগইন করতে উপরের ডানদিকের Login বাটনে ক্লিক করুন ৷

নোট: আপনি Menu বাটন সহ একটি স্ক্রীন দেখতে পারেন। Login বাটনটিতে যাওয়ার জন্য Menu বাটনে ক্লিক করুন।

আবার চেষ্টা করতে লগইন পেজে পুনঃনির্দেশিত হতে Login শব্দটিতে ক্লিক করুন।

নোট: বারবার চেষ্টা করে লগইন করতে না পারলে, আপনার সুপারভাইজার বা এজেন্সী এডমিনিস্ট্রেটরের (Administrator) সাথে যোগাযোগ করুন।

 Share on WhatsApp