Therap এ লগিন করুন
১. প্রথমে Therap Global এর ওয়েবসাইট www.therapglobal.net এ প্রবেশ করুন এবং তারপর পেজের উপরের ডান দিকে থাকা Login লিংকে ক্লিক করুন

২. লিংকটি Therap Login পেজ এ নিয়ে যাবে। লগিন পেজে Login Name, Password এবং এজেন্সির Provider Code লিখুন। এগুলো পূরণ করা হয়ে গেলে Login বাটনে ক্লিক করুন

নোট: লগিন সম্পর্কিত তথ্য আপনার এডমিনিস্ট্রেটর (Administrator) আপনাকে সরবরাহ করবেন। লগিন করতে ব্যর্থ হলে এজেন্সির সুপারভাইজার বা এডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
৩. সফলভাবে লগিন করলে Therap সিস্টেমের Dashboard পেজটি প্রদর্শিত হবে
