Video Library থেকে ভিডিও সার্চ, আপডেট, এবং ডিলিট করার পদ্ধতি
- Video Library থেকে ভিডিও সার্চ করার পদ্ধতি
থেরাপ ব্যবহারকারী যাদের Video Upload, Video Play, Video Download অথবা Video Delete এর মধ্যে যেকোনো একটি সুপার রোল (Super Role) আছে, তারা Video Library থেকে ভিডিও সার্চ করতে পারবেন।
১. Dashboard থেকে Individual ট্যাবে ক্লিক করুন।

২. Video Library সেকশনে, Video এর পাশে Search লিংকে ক্লিক করুন।

৩. Video Search পেজ থেকে ভিডিও খুঁজে পেতে প্রয়োজনীয় ফিল্ডগুলো পূরণ করুন। নির্দিষ্ট ভিডিও খুঁজে পেতে Form ID, Individual, Module, Status, Title, Enter Date From, Enter Date To ফিল্ডগুলো থেকে প্রয়োজনীয় ফিল্ডগুলো পূরণ করুন।
ফিল্ডগুলো পূরণ করা হলে Search বাটনে ক্লিক করুন।

৪. Video Search পেজে সার্চ করা ভিডিওগুলোর লিস্ট দেখা যাবে। নির্দিষ্ট ভিডিওটিতে ক্লিক করুন।

নির্বাচিত Video পেজটি দেখা যাবে।

- Video Library থেকে ভিডিও আপডেট করার পদ্ধতি
থেরাপ ব্যবহারকারী যাদের Video Upload সুপার রোল (super role) আছে তারা Video Library তে ভিডিও আপডেট করতে পারবেন।
১. Video Completed পেজ থেকে Edit বাটনে ক্লিক করুন।

২. Individual, Form Tag, Title, অথবা Description যেকোনো ফিল্ডে প্রয়োজনীয় পরিবর্তন করুন।

৩. প্রয়োজনীয় পরিবর্তন করা শেষে Update বাটনে ক্লিক করুন।

একটি সফলবার্তা দেখা যাবে।

- Video Library থেকে ভিডিও ডিলিট করার পদ্ধতি
থেরাপ ব্যবহারকারী যাদের Video Delete সুপার রোল (Super Role) আছে তারা Video Library থেকে ভিডিও ডিলেট করতে পারবেন। উল্লেখ্য যে, T-log অথবা ISP Program এ যোগ করা ভিডিওগুলো ডিলিট করতে হলে ভিডিওগুলোকে আগে T-log/ ISP Program থেকে ডিলিট করতে হবে।
১. Video Completed পেজে Delete বাটনে ক্লিক করুন।

২. একটি পপ-আপ দেখা যাবে। Yes বাটনে ক্লিক করুন।

একটি সফলবার্তা দেখা যাবে।

নোট: ডিলিট করার পর উক্ত ভিডিওগুলোকে আর দেখা, আপডেট, বা ডাউনলোড করা যাবেনা।