Therap Mobile App এর সাহায্যে T-Log View এবং Acknowledge করুন
Therap ব্যবহারকারী যাদের T-Log View রোল আছে, তারা T-Log View এবং Acknowledge করতে পারবেন।
১. Therap mobile application থেকে Login পেজে Login Name, এবং Provider Code পূরণ করুন এবং Login বাটন ট্যাপ করুন।
আরেকটি Login পেজ দেখা যাবে। Password পূরণ করুন এবং Login বাটন ট্যাপ করুন।
২. ড্যাশবোর্ডের লিস্ট থেকে T-Log নির্বাচন করুন।
৩. T-Log List পেজ থেকে যে T-Log টি বিস্তারিত দেখতে চান তাতে ট্যাপ করুন।
৪. T-Log Details পেজটি দেখা যাবে। T-Log টি Acknowledge করতে স্ক্রিনের উপর ডান পাশে Acknowledge আইকনে ট্যাপ করুন।
৫. স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখা যাবে। T-Log Acknowledge করতে Yes বাটন ট্যাপ করুন।
৬. T-Log টি সফলভাবে Acknowledge হলে স্ক্রিনে একটি সফলবার্তা দেখা যাবে।