Case Note টেমপ্লেট কনফিগার (Configure) করুন
Therap ব্যবহারকারীরা যাদের Clinical Admin এডমিনেস্ট্রেটিভ রোল আছে, তারা Case Note Template তৈরি করতে পারবেন।
১. Admin ট্যাব থেকে Case Note Template অপশনটির Template Configuration লিঙ্কটিতে ক্লিক করুন।

২. ‘Case Note Template Configuration’ পেজে, Approved Template(s) এর ড্রপডাউন লিস্ট থেকে প্রয়োজনীয় টেমপ্লেট সিলেক্ট করুন। নির্বাচিত টেমপ্লেট সমূহ Case Note তৈরির সময় Therap ব্যবহারকারী দেখতে পাবেন।

নোট: Default Template ফিল্ডটি ব্যবহার করে ব্যবহারকারীরা যেকোনো ১টি Template “Default” হিসেবে সিলেক্ট করতে পারবেন। Case Note তৈরির সময় Default Template অটোপপুলেটেড হয়, ব্যবহারকারী Approved Template থেকে যেকোনো ১টি সিলেক্ট করতে পারবেন।

৩. কফিগারেশনটি সেভ করতে Save বাটনে ক্লিক করুন।

টেমপ্লেট কনফিগারেশনটি সেভ হলে একটি সফল মেসেজ পাবেন। ‘Case Note Template Configuration’ পেজে Back to Configuration অপশনটিতে ক্লিক করুন। Dashboard এ যেতে Back to Dashboard লিংকে ক্লিক করুন।
