T-Log without an Individual তৈরিতে প্রিভিলেজ এক্সেস দেওয়ার পদ্ধতি
T-log without an Individual করতে ২টি বিষয় এনাবেল করতে হবে।Therap ব্যাবহারকারির Provider Setup Administrative রোল থাকলে T-Log প্রেফারেন্স দিয়ে T-Log without an Individual তৈরি করতে পারবে।
- T-Log Without an Individual তৈরির জন্য এক্সেস এনাবেল করুন
1. Admin tab এ Provider অপশনটির পাশে Preferences লিংকে ক্লিক করুন।

Provider Preference পেজটি দেখা যাবে।

2. T-Log section-এ, Allow creating a T-Log without an individual ফিল্ডে Yes অপশনটি সিলেক্ট করুন।

Therap ব্যাবহারকারি Enable Time-In and Time-out ফিল্ডে Yes অপশনটি সিলেক্ট করে T-Log এর জন্য Time-in এবং Time-out এনাবেল করতে পারবেন।

3. পেজের নিচে স্ক্রল করে Save বাটনে ক্লিক করুন।

- T-Log Program Access রোল দেওয়া
1. Admin tab এর User Privileges অপশনটির পাশে Manage লিংকে ক্লিক করুন।

2. User List পেজ থেকে ইউজার সিলেক্ট করুন।

ইউজার এর Login Name এর উপর ক্লিক করুন তাহলে User Privilege পেজটি ওপেন হবে
3. Agency Wide and Administrative Roles সেক্শনে T-Log Program Access অপশনটি সিলেক্ট করুন।

পরিবর্তন গুলো সেভ করতে User Privilege পেজের নিচে Save বাটনে ক্লিক করুন।
সকল তথ্য সঠিকভাবে আপডেট করলে Dashboard পেজে Your new Privileges are currently in effect এর সফল বার্তা দেখতে পাবেন।
