T-Log without Individual তৈরি করুন
Therap ব্যবহারকারী নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ছাড়াও নির্দিষ্ট প্রোগ্রাম ভিত্তিক T-Log করতে পারবেন। যেকোনো গুরুত্বপূর্ণ নোটিশ যেমন, বার্ষিক পিকনিক এবং ক্রিড়া দিবস, ছুটির দিন ইত্যাদি T-log without Individual ফিচার ব্যবহার করে রেকর্ড করতে পারবেন।
ব্যবহারকারীর T-Log Program Access অ্যাডমিনিস্ট্রেটিভ রোল এবং T-Log Entry সুপার রোল (Super Role) থাকলে T-Log without Individual তৈরি করতে পারবেন।
Note: এজেন্সির প্রোভাইডার এডমিনিস্ট্রেটর কে Allow T-Log without individual অপশনটি ‘Yes’ করতে হবে ( Admin Tab এর Provider Preference সেকশন থেকে )।
১. Individual Tab এ T-log এর পাশে New লিংকে ক্লিক করুন।
২. Select Program For T-log পেজ থেকে নির্দিষ্ট প্রোগ্রামে ক্লিক করুন।
৩. Individual List পেজের উপরের দিকে Create T-Log without an Individual লিংকটিতে ক্লিক করুন।
৪. T-Log পেজটিতে , লাল তারকা চিহ্নিত ফিল্ড গুলি অবশ্যই পূরণ করতে হবে।
- চেকবক্সে ক্লিক করে T-Log এর Type নির্বাচন করুন। অন্তত একটি Type নির্বাচন করা আবশ্যক তবে আপনার প্রয়োজন অনুযায়ী একাধিক Type নির্বাচন করতে পারবেন।
- তথ্যের গুরুত্বের উপর ভিত্তি করে উপযুক্ত Notification Level নির্বাচন করতে পারবেন।
- Summary ফিল্ডে এ যেটা নিয়ে T-Log টি করবেন তার সারাংশ অথবা শিরোনাম লিখুন।
- Description ফিল্ডে মূল বিষয়বস্তু লিখুন।
৫. প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন।
- Submit বাটনে ক্লিক করার পর একটি সফলবার্তা দেখতে পাবেন।