সাইট ডিলিট করুন
Therap ব্যবহারকারী যাদের Provider Setup এডমিনিস্ট্রেটিভ রোল আছে তারা একটি এজেন্সির / স্কুলের সাইট সম্পর্কিত তথ্যাদি ডিলিট করতে পারবেন। কোনো সাইট ডিলিট করার আগে ওই সাইটটি যেন কোনো প্রোগ্রাম এর সাথে সংযুক্ত না থাকে সেটা নিশ্চিত করতে হবে। সাইট এর সাথে সংযুক্ত কোনো প্রোগ্রাম কিভাবে আপডেট বা ডিলিট করতে হয় তা জানতে ক্লিক করুন এখানে।
১. Admin ট্যাব থেকে Site এর পাশে List এ ক্লিক করুন।
২. Site Search পেজে সাইট লিস্ট থেকে যে সাইট টি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। চাইলে উপরে Filter ফিল্ডটিতে সাইটটির নাম লিখেও সাইটটি খুঁজে নিতে পারেন।
৩. তাহলে Update/Delete Site পেজটি আসবে। সাইটটি ডিলিট করার জন্য পেজের নিচে Delete বাটনে ক্লিক করুন।
৪. সাইটটি ডিলিট করতে Yes বাটনে ক্লিক করুন।
সাইটটি ডিলিট করার পর এই সফল বার্তাটি পাবেন Site has been deleted