নতুন সাইট তৈরী
সাইট হচ্ছে আপনার এজেন্সির প্রকৃত অবস্থান বা ঠিকানা যেখানে আপনি সেবা প্রদান করেন। আপনার এজেন্সির ঠিকানা রেকর্ড রাখার জন্য সাইট তৈরী করা প্রয়োজন। আপনার একাউন্টে অন্তত একটি সাইট থাকা বাঞ্চনীয়। যদি একটি এজেন্সির বিভিন্ন স্থানে কয়েকটি ব্রাঞ্চ থাকে তাহলে ব্রাঞ্চগুলোর ঠিকানা দিয়ে সহজেই একজন ব্যবহারকারী কয়েকটি সাইট তৈরী করতে পারেন। এটা একজন Therap ব্যবহারকারী কে কোন কোন জায়গায় সেবা প্রদান করছেন তার রেকর্ড রাখতে সাহায্য করবে। একটি সাইট এর অধীনে কয়েকটি প্রোগ্রাম বা শ্রেণী থাকতে পারে।
Therap ব্যবহারকারী যাদের Provider Setup এডমিনিস্ট্রেটিভ রোল আছে তারা একটি এজেন্সির / স্কুলের নতুন সাইট তৈরী করতে পারবেন।
১. Dashboard থেকে Admin ট্যাব এ ক্লিক করুন।
নোট: যখন Admin ট্যাব এ থাকবেন তখন ট্যাবটা গাঢ় নীল হবে।
২. Site এর পাশে New তে ক্লিক করুন।
৩. Create New Site পেজে প্রয়োজনীয় ঘরগুলো/ তথ্যাদি পূরণ করুন।
নোট : লাল তারকা (*) চিহ্নিত তথ্যাদি অবশ্যই পূরণ করুন।
Site Name হচ্ছে স্কুলের বা এজেন্সির নাম।
Site ID, Site Code এবং Cost Center Number হচ্ছে ঐচ্ছিক অপশন এবং আপনি চাইলে এগুলো এড়িয়ে যেতে পারেন।
Time Zone আগে থেকেই সিলেক্ট করা থাকবে।
Address, Phone এবং Fax ও হচ্ছে ঐচ্ছিক অপশন যদিও আপনার এজেন্সি ভবিষ্যত রিপোর্ট এর জন্য চাইলে এগুলো পূরণ করে রাখতে পারে।
নোট : Phone এ Ext তে আপনার দেশের কান্ট্রি কোড (যেমন: +৮৮০ বাংলাদেশের জন্য ) এবং বাম দিকে বাকি ডিজিট গুলো বসাতে হবে।
৪. প্রয়োজনীয় তথ্যাদি দেয়া সম্পন্ন হলে ফর্ম এর নিচে Save বাটনে ক্লিক করুন।
আরো সাইট তৈরী করতে চাইলে Save And Create New বাটনে ক্লিক করুন।
৫. এই বার্তাটি দেখাবে “You have selected [Time Zone] as timezone for this site. Once saved, you will not be able to change the timezone. Are you sure you want to continue?“ নতুন সাইট টি সংরক্ষণ করতে Yes বাটনে ক্লিক করুন।
সাইটটি তৈরী করার পর এই সফল বার্তাটি পাবেন Site has been created