Custom Fields তৈরি করুন
1. Admin ট্যাবে Custom Field এর পাশে New লিংকে ক্লিক করুন।
2. Create New Custom Field পেজে , Field Name পূরণ করুন এবং ড্রপডাউন থেকে Data Type নির্বাচন করুন।
3. Data Type ফিল্ডে Numeric, Text বা Long Text নির্বাচন করলে, Field Length ফিল্ডটি দেখা যাবে। Field Length ফিল্ডটি পূরণ করুন।
Data Type ফিল্ডে Dropdown নির্বাচন করলে, নির্ধারিত ফিল্ডে ড্রপডাউন অপশন পূরণ করুন। দুটির বেশি অপশন যোগ করতে Add বাটনে ক্লিক করে ফিল্ড যোগ করুন।
4. আরও কাস্টম ফিল্ড যোগ করতে Save And Create New বাটনে ক্লিক করুন। কাস্টম ফিল্ডটি সেভ করতে Save বাটনে ক্লিক করুন।
5. একটি সফলবার্তা দেখা যাবে।