IDF Provider Configuration – কাস্টম Export PDF তৈরি করুন

যে সকল অ্যাডমিনিস্ট্রেটরের Provider Setup অ্যাডমিনিস্ট্রেটিভ রোল আছে তারা IDF Provider Configuration ফীচার দ্বারা Individual Demographic Form (IDF) এর কাস্টম Export PDF তৈরি করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটররা প্রতিটি কাস্টম পিডিএফ এক্সপোর্টে কোন ডেমোগ্রাফিক ইনফরমেশন যুক্ত থাকবে তা কনফিগার করতে পারবেন এবং ব্যবহারকারীরা তাদের কনফিগারেশন অনুযায়ী IDF এবং Individual Home Page থেকে একটি PDF জেনারেট করতে পারবে।

1. Admin ট্যাবে IDF Provider Configuration অপশনের পাশে Configure লিঙ্কে ক্লিক করুন।

IDF Provider Configuration পেজে ব্যবহারকারীরা তাদের অর্গানাইজেশনের চাহিদা অনুযায়ী সর্বাধিক তিনটি PDF কনফিগারেশন তৈরি করতে পারবে।

2. PDF Configuration – 1 এ ব্যবহারকারীরা একটি ডিফল্ট কনফিগারেশন Emergency Data Form নামে পাবে, যেখানে অটোমেটিক ভাবে নিম্নলিখিত ফিল্ড গুলো সিলেক্টেড থাকবে: Residential Address, Mailing Address, Individual Details, ID Numbers, Medical Information, Behavior, Guidelines, Insurance, Program Enrollments, Active Contacts, Active Shared Contacts, Active Allergies, Active Diagnoses, Active Medications এবং Advance Directives। প্রয়োজনে ব্যবহারকারীরা এই কনফিগারেশনটি আপডেট করতে পারবে অথবা মুছে ফেলতে পারবে।

3. নতুন পিডিএফ কনফিগারেশন তৈরি করতে, এভেইলেবল কনফিগারেশন অপশনগুলির যেকোনো একটির +Add বাটনে ক্লিক করুন।

4. PDF কনফিগারেশনের পছন্দসই নাম লিখুন। এরপরে, ব্যবহারকারীরা ‘+’ আইকনে ক্লিক করে যে আইটেমগুলিকে এক্সপোর্ট PDF এ ইনক্লুড করতে চায় সেগুলো সিলেক্ট করবে। ব্যবহারকারীরা চাইলে Add All বাটনে ক্লিক করে সমস্ত PDF আইটেম সিলেক্ট করতে পারবে। ব্যবহারকারীরা যদি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে এক্সপোর্ট পিডিএফ প্রিন্ট করতে চায় তাহলে Enable Landscape View অপশনটি সিলেক্ট করুন। 

5. প্রয়োজনীয় আইটেমগুলি নির্বাচন করার পরে পেজের নিচে Update বাটনে ক্লিক করুন।

ব্যবহারকারীরা Update বাটনে ক্লিক করার পর একটি সফলবার্তা দেখতে পারবে।

Note: Individual Demographic Form (IDF) এবং Individual Details ফর্মের আন্ডারে PDF & Printable সেক্শনে কাস্টম এক্সপোর্ট PDF এর লিংক পাওয়া যাবে। Individual Home Page এর Display PDF সেক্শনে ও পাওয়া যাবে।

 Share on WhatsApp