Individual Discharge করুন
কোনো Individual (প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি) এর সার্ভিস প্রদান সম্পন্ন হলে ব্যবহারকারীরা Therap সফটওয়্যার এর Discharge অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবহার করতে পারবেন।
Therap ব্যবহারকারীরা যাদের IDF Admin অ্যাডমিনিস্ট্রেটিভ রোল অথবা Individual Admit/Discharge Caseload-ভিত্তিক Super Role আছে তারা সিস্টেমে Individual Discharge করতে পারবেন।
১. Admin ট্যাবের Care সেকশনের মধ্যে Individual Demographics পাশে List লিংকে ক্লিক করুন।

২. Individual Search পেজ থেকে, Individual/শিশু অথবা ব্যক্তি এর নাম সিলেক্ট করুন যাকে Discharge করতে চাচ্ছেন।

৩. Individual Demographic Form (IDF)– টি দেখাবে। স্ক্রল করে পেজের নিচে এসে Discharge বাটনে ক্লিক করুন।

৪. Discharge Date এবং Discharge Reason অবশ্যই পূরণ করতে হবে। ব্যবহারকারী চাইলে Discharge Comments ফিল্ডে কমেন্ট প্রদান করতে পারবেন।
- Discharge Date সিলেক্ট করতে ক্যালেন্ডার আইকন এ ক্লিক করুন।

- ড্রপডাউন অপশন গুলো থেকে Discharge Reason সিলেক্ট করুন।

- যদি শিশু অথবা ব্যক্তিকে প্রোগ্রাম এ রাখতে না চান তাহলে Remove Individual From Enrolled Program(s) ফিল্ডের পাশের চেকবক্সটিতে টিক (✔) দিবেন আর যদি প্রোগ্রাম এ রাখতে চান তাহলে চেকবক্স টি ফাঁকা রাখতে পারবেন।

৫. সকল তথ্য প্রদান সম্পন্ন হলে, পেজের নীচে থাকা Done বাটনে ক্লিক করুন।

- সফলভাবে Discharge প্রক্রিয়া সম্পন্ন হলে একটি সফল মেসেজ পাবেন।
