ISP Data Detailed Report

Therap ব্যবহারকারী যাদের Super Admin অ্যাডমিনিস্ট্রেটিভ রোল অথবা Report Library মডিউল রোল আছে তারা Report Library তে প্রবেশ করতে পারবেন।

১. Agency Reports ট্যাবে Report Library এর পাশে View লিঙ্কে ক্লিক করুন।

২. List of Reports পৃষ্ঠায়, Report Name, Report Description ক্ষেত্রের সাহায্যে তালিকাটি ফিল্টার করুন এবং রিপোর্ট তৈরি করতে Search বাটনে ক্লিক করুন।

৩. List of Reports পৃষ্ঠায় ISP Data সম্পর্কিত রিপোর্টগুলির একটি তালিকা প্রদর্শিত হবে।

ব্যবহারকারীরা ISP Data Detailed Report- by Individual বা  ISP Data Detailed Report-by ISP Program এ ক্লিক করতে পারেন।

ISP Data Detailed Report – by Individual

Data Collection Date- From , Data Collection Date- To, Individual  এর নাম পূরণ করে Continue বাটনে ক্লিক করুন।

Continue বাটনে ক্লিক করলে অনুসন্ধান পরিধির উপর ভিত্তি করে রিপোর্ট প্রদর্শিত হবে। প্রথম 50টি সারি প্রদর্শিত হবে। এক্সেলে রিপোর্ট রপ্তানি করতে, পৃষ্ঠার উপরে বা নীচে Export to Excel লিঙ্কে ক্লিক করুন।

ISP Data Detailed Report – by ISP Program

Data Collection Date- From , Data Collection Date- To, ISP Program Name পূরণ করে Continue বাটনে ক্লিক করুন।

Continue বাটনে ক্লিক করলে অনুসন্ধান পরিধির উপর ভিত্তি করে রিপোর্ট প্রদর্শিত হবে। প্রথম 50টি সারি প্রদর্শিত হবে। এক্সেলে রিপোর্ট রপ্তানি করতে, পৃষ্ঠার উপরে বা নীচে Export to Excel লিঙ্কে ক্লিক করুন।

 Share on WhatsApp