T-Log সার্চ এবং ফলো-আপ কমেন্ট যোগ করা
T-Log সার্চ করাঃ
১. Dashboard থেকে Individual ট্যাব এ ক্লিক করুন
২. T-Log এর পাশে Search লিংকে ক্লিক করুন
৩. T-Log Search পেজ থেকে সার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করুন এবং Search বাটনে ক্লিক করুন । Create Date From ঘরটি পূরণ করা আবশ্যক। এখানে Individual name, Create Date From এবং Create Date To পূরণ করে সার্চ দেয়া হয়েছে
৪. এখন আপনি সার্চ করা T-Log গুলোর লিস্ট দেখতে পাবেন। যে T-Log টি দেখতে চান সেটির উপরে ক্লিক করুন।
ফলো-আপ কমেন্ট যোগ করা:
৫. ফলো-আপ কমেন্ট যোগ করার জন্য Add Follow-up বাটনে ক্লিক করুন
৬. এখন T-Log পেজটি দেখতে পাবেন যেখানে Type, Notification Level এবং Summary পূরণ করা থাকবে। ফলো-আপ কমেন্টটি Description ঘরে লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।
৭. Submit বাটনে ক্লিক করার পর একটি সফল বার্তা দেখতে পাবেন। T-Log টি দেখতে Back to Form লিংকে ক্লিক করুন
৮. Follow-up সেকশন এ ফলো-আপ কমেন্ট এর লিস্ট দেখাবে। যে ফলো-আপ কমেন্টটি দেখতে চান সেই লিংকে ক্লিক করুন