T-Log সার্চ রিপোর্ট তৈরি করুন
Therap ব্যবহারকারি ইন্ডিভিজুয়াল এর সকল তথ্য সংগ্রহ করে T-Log মডিউলটির মাধ্যমে রিপোর্ট তৈরি করতে পারবেন।
1. Individual Tab এ T-Log এর পাশে Search লিংক এ ক্লিক করুন।
2. T-Log Search পেজে Individual এর নাম, Create Date From এবং Status সিলেক্ট করুন।
নোট : সকল ইন্ডিভিজুয়াল এর T-Log সার্চ করতে Individual ফিল্ডটি খালি রাখুন।
সার্চ সংকীর্ণ করতে আপনি অন্য অপশনগুলিও পূরণ করতে পারেন, যেমন:
Notification Level : Low, Medium, High.
Type: Health, Notes, Follow-up, Behavior, Contacts, General.
Acknowledge Status: Acknowledged, Unacknowledged.
3. সার্চ রেজাল্ট দেখতে Search বাটন এ ক্লিক করুন।
নোট: নির্দিষ্ট T-Log ফর্ম দেখার জন্য সারি থেকে Individual এর নামের উপর ক্লিক করতে পারেন।
4. Excel ফরম্যাট এ সার্চ রেজাল্ট দেখতে নিচে বাম দিকে Excel Exports লিংকটিতে ক্লিক করুন।
নোট: এক্সেল এক্সপোর্ট এর ২টি অপশন হলো : Export to Excel, অথবা Export to Detailed Excel.
5. Export to Excel রিপোর্ট এর প্রথম কয়েকটি কলাম এমন দেখাবে।
Export to Detailed Excel রিপোর্ট এর প্রথম কয়েকটি কলাম এমন দেখাবে।