T-Log সার্চ রিপোর্ট তৈরি করুন

Therap ব্যবহারকারি ইন্ডিভিজুয়াল এর সকল তথ্য সংগ্রহ করে T-Log মডিউলটির মাধ্যমে রিপোর্ট তৈরি করতে পারবেন।

1. Individual TabT-Log এর পাশে Search লিংক এ ক্লিক করুন।

2. T-Log Search পেজে Individual এর নাম, Create Date From এবং Status সিলেক্ট করুন।

নোট : সকল ইন্ডিভিজুয়াল এর T-Log সার্চ করতে Individual ফিল্ডটি খালি রাখুন।

সার্চ সংকীর্ণ করতে আপনি অন্য অপশনগুলিও পূরণ করতে পারেন, যেমন: 

Notification Level : Low, Medium, High.

Type: Health, Notes, Follow-up, Behavior, Contacts, General.

Acknowledge Status: Acknowledged, Unacknowledged.

3. সার্চ রেজাল্ট দেখতে Search বাটন এ  ক্লিক করুন।

নোট: নির্দিষ্ট T-Log ফর্ম দেখার জন্য সারি থেকে Individual এর নামের উপর ক্লিক করতে পারেন।

4. Excel ফরম্যাট এ সার্চ রেজাল্ট দেখতে নিচে বাম  দিকে  Excel Exports লিংকটিতে ক্লিক করুন।

নোট: এক্সেল এক্সপোর্ট এর ২টি অপশন হলো : Export to Excel, অথবা  Export to Detailed Excel.

5. Export to Excel রিপোর্ট এর প্রথম কয়েকটি কলাম এমন দেখাবে।

Export to Detailed Excel রিপোর্ট এর প্রথম কয়েকটি কলাম এমন দেখাবে।

 Share on WhatsApp