Therap Mobile App-এ ISP Data প্রদান করুন

Therap ব্যবহারকারী যাদের ISP Data Submit রোল আছে তারা নতুন ISP Data প্রদান করতে পারেন।

কোনো Individual এর জন্য ISP Data প্রদানের আগে নির্দিষ্ট ISP Program টি Acknowledge করতে হবে।

১. Therap mobile application থেকে Login পেজে Login Name, এবং Provider Code পূরণ করুন এবং Login বাটন ট্যাপ করুন।

ISP program on therap dashboard

আরেকটি Login পেজ দেখা যাবে। Password পূরণ করুন এবং Login বাটন ট্যাপ করুন।

ISP program on therap dashboard

২. তথ্য প্রদান করতে ISP Data এর উপর ট্যাপ করুন।

৩. লিস্ট থেকে নির্দিষ্ট Program টি নির্বাচন করুন।

৪. লিস্ট থেকে নির্দিষ্ট Individual এর নাম নির্বাচন করুন৷

৫. Select ISP Program পেজে, ISP Program নির্বাচন করুন।

ISP Data প্রদান করতে Create অপশনটি ট্যাপ করুন। 

৬. ISP Data Collection পেজটি দেখা যাবে। ডেটা প্রদান করতে Task লিঙ্কে ট্যাপ করুন।

তথ্য সংগ্রহের সময় নির্বাচন করতে Begin Time এবং End Time ট্যাপ করুন।

৭. Task Scores পেজে, Task এর জন্য Score নির্বাচন করুন এবং কমেন্ট সেকশনে টাস্কের উপর মন্তব্য দিন এবং Task Scores এর পাশে তীরচিহ্নে ট্যাপ করুন।

৮. ISP Data সংরক্ষণ করতে পেজের উপরের ডানদিকে টিক চিহ্নে ট্যাপ করুন৷

৯. ISP Data সাবমিট করতে চান কিনা তা জিজ্ঞাসা করে একটি প্রম্পট বার্তা দেখা যাবে। ISP Data সাবমিট করতে Yes ট্যাপ করুন।

১০. Yes নির্বাচনের পর Select ISP Program পেজটি আবার দেখা যাবে। Select ISP Data পেজে, বিগত ৩০ দিনে সাবমিট করা ISP Data গুলো প্রদর্শিত হবে। সাবমিট করা ISP Data দেখতে সাবমিট করার তারিখে ট্যাপ করতে হবে। নতুন ISP Data তৈরি করতে উপরের ডানদিকে কোণায় Create বাটনে ট্যাপ করুন।

 Share on WhatsApp