Therap Mobile App-এর সাহায্যে T-Log তৈরি করুন
Therap Mobile T-Log এর সাহায্যে এজেন্সিগুলো সহজ এবং কার্যকর উপায়ে দৈনন্দিন কাজ ও অগ্রগতির তথ্যসমূহ দক্ষতার সাথে এবং সহজ উপায়ে প্রদান এবং শেয়ার করতে পারে। T-Log এর সাহায্যে ব্যবহারকারীরা প্রতিদিনের তথ্য সংগ্রহ করে অন্যান্য কর্মীদের সাথে শেয়ার করতে এবং ফলো আপ করতে পারেন।
Therap ব্যবহারকারী যাদের T-Log Entry রোল আছে তারা নতুন T-Log তৈরি করতে পারেন।
১. Therap mobile application থেকে Login পেজে Login Name, এবং Provider Code পূরণ করুন এবং Login বাটন ট্যাপ করুন।

আরেকটি Login পেজ দেখা যাবে। Password পূরণ করুন এবং Login বাটন ট্যাপ করুন।

২. ড্যাশবোর্ডের লিস্ট থেকে T-Log নির্বাচন করুন।

৩. পেজের নীচে T-Log তৈরি করার আইকনটি ট্যাপ করুন৷

৪. লিস্ট থেকে নির্দিষ্ট Program টি নির্বাচন করুন ।

৫. নতুন T-Log তৈরি করার জন্য প্রদর্শিত লিস্ট থেকে নির্দিষ্ট Individual এর নাম নির্বাচন করুন৷

৬. New T-Log পেজে গুরুত্ব অনুযায়ী Notification Level নির্বাচন করুন৷


৭. Add T-Log Types লিংকটি ট্যাপ করুন এবং Type নির্বাচন করুন। নির্বাচনের পর OK বাটন ট্যাপ করুন। (অন্তত একটি Type নির্বাচন করা বাধ্যতামূলক, তবে প্রয়োজনে একের অধিক Type নির্বাচন করা যেতে পারে।)


৮. T-Log টির সারাংশ বা মুল বিষয়টি Summary বক্সে প্রদান করুন।

৯. বিস্তারিত তথ্য Description বক্সে লিখুন।

১০. সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে T-Log ব্যবহারকারীর নাম অন্তর্ভুক্ত করে। তথ্যটি অন্য কারো কাছ থেকে জেনে থাকলে Reporter ফিল্ডটির পাশে Add বাটন ট্যাপ করুন। লিস্ট থেকে তথ্য প্রদানকারীর নাম নির্বাচন করুন।


১১. রিপোর্টের তারিখ যোগ করতে Date ফিল্ডে তারিখ নির্বাচন করুন এবং OK বাটন ট্যাপ করুন।


১২. Time ফিল্ডে রিপোর্টের সময় সেট করুন এবং OK বাটন ট্যাপ করুন।


১৩. Take Photo অপশনে ক্লিক করে T-Log এ ছবি তুলুন ও সংযুক্ত করুন।

১৪. সব তথ্য দেওয়া শেষ হলে, T-Log সাবমিট দিতে স্ক্রিনের উপরের ডানদিকে check-mark ট্যাপ করুন।

১৫. স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখা যাবে। T-Log সাবমিট করতে Yes বাটন ট্যাপ করুন।

১৬. T-Log টি সফলভাবে সাবমিট হলে একটি সফলবার্তা স্ক্রিনে দেখা যাবে।
