Therap User এর তথ্য আপডেট করুন
Therap ব্যবহারকারী যাদের User Administrative রোল আছে তারা User এর তথ্য আপডেট করতে পারবেন।
১. Admin ট্যাব থেকে User অপশন এর পাশে List লিঙ্কটিতে ক্লিক করুন
২. User List পেজ থেকে যেই user এর তথ্য আপডেট করতে চাচ্ছেন তার উপর ক্লিক করুন
৩. Login Name, First Name ইত্যাদি ঘরগুলো পূরণ করেও একজন user কে খুজতে পারেন
ব্যবহারকারীর সম্পূর্ণ তথ্য দেখতে হলে Login Name লিঙ্ক এ ক্লিক করুন
৪. Update User Information পেজে ব্যবহারকারীর account এর তথ্য এবং কাজের তথ্য প্রয়োজনমত আপডেট করা যাবে
৫. Personal Details লিঙ্ক অথবা Update and go to Personal Details বাটনটিতে ক্লিক করে User এর Personal Details পেজে যেতে পারেন
অথবা যদি সব প্রয়োজনীয় তথ্য আপডেট করা হয়ে যায় তাহলে Update বাটনটিতে ক্লিক করুন
৬. Personal Details পেজটিতে ব্যবহারকারীর ব্যাক্তিগত তথ্য এবং যোগাযোগের তথ্য আপডেট করতে পারবেন
৭. ব্যবহারকারীর তথ্য আপডেট করা হয়ে গেলে Update বাটনটিতে ক্লিক করুন
৮. Update বাটনটিতে ক্লিক করার পর একটি successfully updated ম্যাসেজ দেখতে পাবেন