To Do Tab থেকে T-Log View এবং Acknowledge করুন।
T-Log View রোলযুক্ত Therap ব্যবহারকারি Dashboard এ To Do Tab থেকে T-Log View এবং Acknowledge করতে পারবেন।
1. Dashboard এর To Do Tab এ ক্লিক করুন।

2. To Do Tab এ T-Log সেক্শনের নিচে View লিংকে ক্লিক করুন।

T-Log Search পেজটি ওপেন হবে এবং T-Log এর লিস্ট দেখা যাবে।

3. নির্দিষ্ট T-Log দেখতে লিস্ট থেকে Individual সিলেক্ট করুন।

সংশ্লিষ্ট ইন্ডিভিজুয়াল এর T-Log দেখতে পারবেন।

4. T-Log-টি একগনোলেজ করতে পেজের নিচে Acknowledge বাটনে ক্লিক করুন। এতে T-Log-টি পঠিত হিসেবে চিহ্নিত হবে। বর্তমান T-log একগনোলেজ করতে এবং এরপরের T-Log-টি ভিউ অথবা একগনোলেজ করতে Acknowledge & Next বাটনে ক্লিক করতে পারেন।

নোট:
- Acknowledge বাটনে ক্লিক করলে T-Log Search পেজে T-Log এর লিস্ট দেখা যাবে। থেরাপি ব্যবহারকারি প্রয়োজনে অতিরিক্ত T-Log ভিউ ও একগনোলেজ করতে পারবেন।

- Acknowledge & Next বাটনে ক্লিক করলে বর্তমান T-Log-টি পঠিত হিসেবে চিহ্নিত হবে এবং পরবর্তী T-Log ওপেন হবে।
